প্রণয় নিয়ে যত আখ্যান আছে
সব নিয়ে দাড়িয়ে আছো বিপরীত  হয়ে
ব্যঞ্জনাকে শব্দ করে কত কবিতা
অলেখ্য আছে, বলতে পারো??
আরাধ্য বলেই স্পন্দিত  সকল আশাহত  স্বপ্ন
কে অখ্যাত ? বুঝতে পারো ?


প্রচন্ড শীতে সিক্ত হয়ে যখন স্পর্শ  করো
শরীরের আবরণ  খুলে আমি উন্মাদ হয়ে যাই
নিসংকোচে হাত বাড়ালেই ভুলে যাই
তুমি এসেছ  একগাঁদা দুর্বোধ্য  রহস্য নিয়ে,
এই প্রগাঢ়  শিহরণে আকাশকান্নার
নির্মল  কুয়াশা  হয়ে,
অদৃষ্টকে পাশে রেখে
তখনও আমি রক্তে হিম জমাই ।।।