ছেলেটি খারাপ কিছু করে ফেলতে পারত
ছাদের কার্নিশ থেকে লাফ দিয়ে
বেছে নিতে পারত আত্মহননের পথ
অথবা,সে পারত চলন্ত ট্রেনের সামনে ঝাপ
দিয়ে নিজেকে নিশ্চিহ্ন করতে
পরাজয় বুকে জ্বলে উঠে বলে সে পারেনি, সে পারেনা ।
বন্ধুমহলেও,ব্যাঞ্জনাকে কাঁধে  নিয়ে বেড়ায় বলে
বোকা বলে কটাক্ষ করত।
অত্যন্ত বিনয় নিয়ে সে প্রায়ই বলত
"আমি ত তার সাথে চুক্তিবদ্ধ
হইনি যে,সে আমাকে ছেড়েছে বলে আমাকেও
তাকে ছাড়তে হবে "


এখন,সে দ্রোহ আর ভালবাসা দিয়ে
বিরহ রচনা করে
অধিকার খাটিয়ে লাইপোগ্রাফি থেকে
শব্দ কেড়ে এনে
ক্রমাগত পেপিরাস এর দুপাশ বিদ্ধস্ত করে
সে এখন সবই পারে ।


দিনশেষে বোকাটাও বুঝে গেছে
ভালবাসায় যুদ্ধ নেই,অথচ পরাজয় আছে ।।