কোন জনমের শীৎকার
লিখে রাখছ কাব্যকথায়
যদি কবিতাই বিষাদে ঘেরা হয়
কবিমন কি বিলাসিত হবে না
হিমাশ্রিত বিস্ফোরনে ?
এই যে নিমগ্ন চলন আর
হঠাৎ বিদীর্নতার ছাপে
ঝাপটা মারে অনিয়ম করাল..
স্রোত বেয়ে যেতে হয় গ্রাসের ভোগে
আর সদ্য সতেজ হয়ে উঠা অবসাদগুলি
পেছনের দেয়ালে থাপ দিয়ে যায় অবিরত
ওমগানে কি  পুরায় নেশা ?
গৌণ মৃত্যুই যেখানে অদৃশ্য ক্রিয়া
পাচকের বিভৎসতা তো ছড়াবেই
আর কবিমন শুদ্ধ হবে
কাব্যকথার মোড়ানো আকন্ঠ পিয়াসে ।