জীর্ণ কাফনে যদি ও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি
কখনও কখনও ভালবাসার
সৌরভ এতই বিভৎসতা ছরায় যে
প্রেমমাছিরা এসে ভীড় জমায়
কিন্তু কাফন খুলে উঠতেই দেখি
তুমি মুখ ফিরিয়ে নিয়েছ
তোমার পৃষ্ঠদেশের দোলায়
নির্বিগ্ন ঔরসে রচিতে বসি
ঘুনে ধরা আরেকটি প্রেমকাব্য


তবুও হৃদয়ের উন্মাদ মমতা দিয়ে
তোমাকে আর বিচলিত করব না
তুমি ভয় পেয়না, আমার পাপগুলো
তোমার নারীত্বে একটু ও দাগ কাটবে না
আর আর্তরব ও তোমার কানে পৌছুবে না
আপন নদতলে অস্ফুটে স্তূপিত করে রাখব
হয়ত এই স্তূপে প্রেমমাছিরা আবার আসবে
আগের মত করে ভীড় জমাবে
কিন্তু তখন, ভালবাসা জীবন্ত লাশ হয়ে
শয্যাগত হবে প্রজন্মান্তরের  ঘুমে
আর উঠে দাড়াবে না ।