সেদিন তোমাকে স্বপ্নে দেখেছিলাম
অতি অভ্যস্তভাবে সেখানেও
প্রত্যাখান করেছিলে আমায়
স্পর্শ বিষাদে আরোপিত ওষ্ঠাধর
তোমাকে অবগাহন করতে চেয়েছিলাম
বিদ্রুপিত লাস্যতার ভঙ্গিতে
আড়ষ্ট দূরত্বে যোজন করলে নিজেকে ।


অকারণে আর তোমার নাম ধরে ডাকব না
অবধি অত্যুৎসাহ গুলোকে বন্দী করে নিব নিজপ্রান্তে
প্রয়োজনে মৈত্রী মিছিলের সাথে
সঙ্গম হবে চেতনার আহাজারি
অনায়সে গরে নিব অভ্র পশমের শৃঙ্খল
যদি ও আধারে ক্ষীপ্র নীল রঙ
আর স্মৃতি কাব্য রচনার মত উদাসীন
বক্ষকপাট খুললেই দেখতে পাবে
হৃদপিন্দ হয়ে ধস্তাচ্ছো তুমি
আমার অলিন্দে ।