অভ্যস্ত হতে চাইনা নির্বাসনের অনিত্য চিত্রে শুধু
গেঁথে রাখতে চাই চারুলতাময় আদিম  সম্ভাষণ
অবিরাম জলধারার নিতল বনে আচ্ছাদিত মায়ালোক
ছেড়ে আবার চলে যাচ্ছি ভাঙ্গা লন্ঠনের সাবিত্রীর
দুয়ারে
যদিও  হাক ছাড়তে বিরাম নেই মৃত
সিস্টেমে কবলিত সমাজের ।
আমার ভয় নেই,আমার আর কিছু আছে ।