নক্ষত্রের মৃত্যু হতে দেখি প্রতিনিয়ত
ক্রমাগত দলিত হয় সকল বিস্তীর্ণ আয়োজনে
শাশ্বত অন্ধকারে যারা জ্বলে উঠে
পান্ডুলিপির মত
নিভে যেতে হয় তাদেরও
কোন এক কোজাগরী রাতের তরল গ্রাসে
জন্ম-মৃত্যুর এই অবলীলা দেখে এখন
হয়ত নির্জন আকাশটাও ভাবছে,
এমন কত পুরনো কোজাগরী রাত
ক্ষত নিয়ে ঝরেছে পশ্চাতে ।