দুর নক্ষত্রের গন্ধে নিজেকে নেশাগ্রস্ত করে
তোমরা যে বল নিঃস্ব নিঃস্ব
বিকেলের পুকুরে শুঁকেছ কি শৈবালের আঘ্রান ?
আজ দৈবাৎ মৃত্যু এসে দেখা দেয় অচেনার বেসে
এইখানে সব স্বাদ আছে
বাতায়নে-গন্ধে-বোধে-স্বৈরাচারে


তোমাদের আরুঢ় প্রশ্ন সব অস্ফুটে
চেতনার ক্লান্ত ক্ষুধায়
শুকিয়ে গেছে কালো ধোঁয়ার বাতাসে
এইখানে সব আছে
অচুত্য ম্লান-ধুসর নগ্নতা-এবং তুমি।


জীবনের কাঁটা প্রহরগুলোকে অবগাহন করে
তোমরা যে হাহাকার কর
শূন্যতা,শূন্যতা ঘিরেছে পাছে
কুবেরের ধন দেখেছো ?  দেখোনি
এইখানে সব আছে,
অসাঢ় শূন্যতা বা কম কিসে ?


"শিরোনাম টা শঙ্খঘোষের একটা কবিতা থেকে ধার করা "