নিদারুণ  শব্দসকল  অবাধ শর্ত তুলে আনে
গাঢ়তর  কোন অখন্ড হিমের
অথবা অদৃশ্য অবচেতনার বিলাপ।
নৈরাজ্যবাদে দীক্ষা গ্রহণ  করি
আত্মনগ্নতার অনতিক্রম চাটুকারিতায়
এসব রূপক  আবেদন যেন
মুখ ফিরিয়ে দেবার নয়
বরং লালায়িত, ভাষ্যের কামাগ্নি ।


তাবৎ  গ্রহরাশি  যা নির্ণয়ে ব্যস্ত
আমি ফিরে চলি এদের বিরুদ্ধে
এভাবেই  বিষাদের অষ্টচক্ষু খুলে যায়
আমিও ঈর্ষা  করে যৌনতায় মেতে চলি
অসম শিল্প সন্ধানে
পোড়া ধূপের মত শব্দেরা শুদ্ধ হয়
মৃত্যু কথনের অনিবার  প্রলাপে।