১. না হয় মৃত্যুযোগে অধিযুক্ত ছিলাম বহুকালব্যাপী ।
তাবৎ পিপাসিত কীটরা তবু ছলবিলাসীই থেকে যায়,
মৃত্যুর হেতুটুকুন আর উপলক্ষবাদে ধরা দেয় না। কেবল
হেয় হয়ে আসে হ্যাবিচুয়াল মাদকচক্র ।


২.ইহাদের কানে গুঞ্জন তোলার শখ আমার
ছিলনা আর ইহাদের মুখে নিজেকে চরিতার্থ করার
সাধও আমার নাই। তাই ও পথের পানে চেয়ে আর
নিজেকে সামলে নেবার অকৃত্রিম অভিনয়টুকু
থেকে ছিটকে পড়ার কৃত্রিম ছলনায় বিলাসিত হই।


৩.গণিকা হস্তে নিজেকে চেখে দেখতে যেয়ে ফলস্বরূপণকারি কে অগত্যা স্বভাবশিল্পীই
মনে হল । মুখোশের আড়ালে এদের আরেকটা মুখোশ
আছে। নক্ষত্রের বলয়প্রবাহ এদেরকে দিয়েই
পুতুলজনমের স্বার্থকতা উদ্ধার করে।
অথচ,স্পিরিচুয়ালিজম
থেকে বেড়িয়ে আসতে আমরা বেজায় ভীতু ।
হা পুতুলহস্ত,হায় পান্ডুত্ব।