১.দিনদিন জীবনপথ কেবল সংকুচিত হতে চলেছে ।
প্রত্যহ নিদারুণ ভাবে আঁকড়ে ধরা চারপাশ উপবাস
ভেঙে দিচ্ছে কলুষিত হবার। আমি যে বাগদত্তা নিজের
কাছে। ফিরবার পথ বড়ই দুর্গম। নতুন দুঃখ বহনের
শক্তি আপাতত নেই আমার।


২.সহজ কথান্তরে ফাঁক খুঁজে খুঁজে কখন
যে কথা হন্তারক হয়ে যাই, ভূল বুঝেও হাইড
করতে পারিনা। হাইডেন্সীতে যে আমার আদিম
বসবাস।


৩.এতদিন নানা ঢং এর বহুরূপীয়া দেখলাম, যাদের
দেখে মনে হত জাগতিক কোন দুঃখ, দৈনতা তাদের
স্পর্শ করতে পারেনা। সকল অবস্থাতেই
খোলাসা করে থাকার অভিপ্রায় তাদের। কিন্তু
শেষমেশ মানুষ তো,দুঃখ থাকবে, জরা থাকবে। ওদেরও
যে হৃদয় আছে, চঞ্চলার আকাশের রং ও যে নীল।
সকল অন্তর্নিবিষ্ট অবলম্বন ওদেরও যে ভিতর ভিতর
শ্বাসরোধী পীড়া দেয়।