প্রকরণ বিহীন প্রেমে চল এবার মাতি
সমাজতত্ব ঘাটতে ঘাটতে কয়েকজন আসবে
রুখে দাড়াবে, গালি দিবে
দিক,তাতে অত বাঁধাধরা কেন ?
এলোচুলে তুমি উঠে এসো ফাগুনের এই রাতে
আলপথ বেয়ে এসো, কড়া নারো
আমার ভাঙা উনুনের দরজায়।
তারপর চন্দ্রস্নানে যাবো
ঈর্ষায় মুখ লুকাবে আকাশ,
রুপালী  জোৎস্না গায়ে মেখে
ছেদ করতে থাকব মহাশূন্যের স্তর
সবাই দেখুক,সকল অভিধান তোয়াক্কা না করে
উদ্ধাস্তু এক  যুবকের সাথে কসমিক প্রেমে মত্ত তুমি ।