এখানে রক্ত নেই প্রিয়তমা,আরক্ত সব
আর এখানে সারস বসতে দেখিনি কোনদিন
শুধু এসে ঝাপটা মারে হাড়-কাক
এদেশের বাতাসে ও কোমলতা নেই
বিম্বিশার ছায়াটা ও কেমন খিটখিটে
ভেবেছিলাম  মুক্তি পাব কিন্তু এখানের সীমানা যে আর ও সংকীর্ন হয়ে গেছে আপন প্রতিজ্ঞমনায়
এই শশ্মানের দেশে কেন এলে শ্রীনন্দিতা?
আমার কবিতা পড়তে ?কিন্তু রক্তহীন হাতে যে আর কলম উঠে না
আর শরীরের পোড়া গন্ধে কবিতাকেও  বাসি করতে চাইনা
মনে আছে ? বলেছিলাম
"আমি মরণ চিতায় শায়িত হতে রাজি, যদি বল আমার চিতার ভষ্মকাঠের এক টুকরো কয়লা তোমার মাথার তীলক হবে"
শ্রীনন্দিতা,এই নাও আমার বক্ষহাড় পোড়া ছাই
চমক খেও না
শুধু তোমার ছেদিত এলোকেশের ললাটে
সাজিয়ে আমাকে মুক্তি দাও,
আমি মুক্তি চাই।