১.বয়সের কথা বলছ?
অজুহাত দেখিও না
পৃথিবীর গন্ধে সেই কবে থেকেই জর্জরিত মানুষ
যদিও হিসেবের খাতায়  আমাদের ঢের ফারাক।


২.দেবদারুকে যদি ডানাহীন গজাতে দেখো
নিষেকবিদ্যা কেটে কেটে কি বলবে,বয়সের অভাব!
  অকালবোধনে বহু ফল গাছ থেকে ছিটকে পড়ে গ্যাছে
প্রকৃতির ভার কেবল আমার নয় শ্রীনন্দিতা, তোমারও।


৩.অবিকল দুরত্ব সেঁটে দিতে দিতে বড্ড
পাঙচুয়াল হয়ে গেছো
আলোকবর্ষ পেরিয়ে গেছে
সমস্ত শিষ্টতা অগ্রাহ্য করে তুমি উঠে এসো তন্দ্রাপ্রলয়ের  রাতে
চল,অকালবার্ধক্যে সমাহিত হই
দুজন।