১.জাগতিক , সবই জাগতিক
এই যে ছলাকলা,
আয়নাভাঙা খুনসুটি,
অস্তিত্বের হাহাকারে তুমি তুমি রুদ্ধস্বর,
স্বাভাবিকভাবে সবই জাগতিক  
,অজাগতিক বলে কিছু থাকলে
তবে সেটা প্রেম।


২.ইনসোমেনিয়ায় আক্রান্ত সকল রাত্রিঘুম
ফুলের কর্কটশয্যায় সাজানো রক্তের গতিবিদ্যা
নক্ষত্র পতনের কাছে সঁপে দিলাম নিজেকে
অর্গাজমিক বিরহে তুমি মাতিয়ে তুলছো পয়জনিক  কাব্যধাম,
বস্তুজগতের ভীড়ে আমি কিছুটা জাগতিক হয়ে উঠি ।