বোধ অথবা বোধের উৎস
আর হারাতে চাইনা
যদি ও তোমার বিষাদে ওষ্টপুট ভরে আছে
পরিচিত চিত্রে অজ্ঞাত শিল্পীর অভিনয় অনেক হয়েছে ,
আর নয়  ।
নব উত্থানে না হয় একটু আরোপিত হলাম ।


করতলে যে সম্ভাষন বিক্ষুব্ধ মিছিলে লিপ্ত
তার অদৃশ্য যাতনায় বহু আগেই আমি নীত
তাই সঙ্গকাতরতার ঔরস্যে ভূলে যাই
আমার শরীরে তোমার প্রশ্বাসের উষ্ণ হাওয়া লাগছে
অথচ ,আবারও এই নব উত্থানে আরেকবার স্বরোপিত হই
যখন দেখি, আমার প্রেমাশ্রু মুছে দিতে তোমার বুকে আঁচল নেই ।