১.কবিতা বলতে আগে জানতাম,একটা বক্তব্যের উপর সাবলীল শব্দঝংকার
কবিতা বলতে এখন জানি
বোধ,বোধের বিপ্লব,বালিয়াড়ি স্বপ্ন,সমস্তকিছু
বেঁচে থাকার নিত্য অথচ চিরন্তন খোরাক।

২.পৃথিবীর সমস্ত কবিতা এক সময় হাইডেন্সীতে ছিল,
শব্দপিপাসু কবিরা মৌনযোনী থেকে এদের প্রসব করেছে মাত্র।

৩.সমস্ত আবহমান বক্ষে ধারন করে
কবিমন সেলাই করতে থাকে শব্দপুঞ্জ,
কবি,
কাব্যচর্চা ছেড়ে দিতে পারে
কিন্তু কবিত্ব?
একদন্ডেও না ।