১.প্রেমিকের মত আচরণ করতে চাই কিন্তু পারিনা,
এই যে দেখো,তোমার দিকে ভাল করে তাকাতেও পারিনি এখনও
যখন তুমি বক্ষপ্রদেশ উন্মুক্ত রেখে অনায়সে ওড়না ঠিক করো, তখনও।


২.হঠাৎ তুমি আসলে,
উস্কো পিড়িতে বসলে,
দু চারেক কথা হলো,
সেই কবেকার সূত্র গাঁথার কিছু নিয়মবিহীন বর্ষণের কথাও বলেছিলে।
তারপর চলে গেলে ।
অথচ,যে তুমি এসেছিলে
আর যে তুমি যাচ্ছো,
এই দুজনের মধ্যে কত তফাৎ !
এই দুজনের মধ্যকার  আমিও।