**
ভাস্কর্যের নীরবতা থেকে আহরণ করি শিল্পক্ষরণের অগাধ হেতু ।
**
সেই রাত কেবলই তোমার- আমার ছিল,আমাদের নয়।


**
আলো,একটু চোখ বন্ধ করবে ?
আমি আঁধার দেখবো।


**
পাললিক গানে অলীক যাতনার খনি
হাতরাতে হাতরাতে বুকের উপর এসে থেমে যাই ।


**
বিস্তৃত প্রান্তর একাই জেগে থাকে, রাত্রিস্বপ্ন দেখে দুরের দেবদারু ।