ঊনপঞ্চাশতম দিনের কথা মনে আছে তোমার ?
চোখ পাল্টে দিয়ে উন্মুখ করেছিলাম দ্বিতীয়তম বন্ধনের তত্ত্ব ।
সেই থেকেই কালিক অসুখ চেপেছে আমার
এখন আমার কিছুই ভাল লাগে না প্রিয়
পৃথিবীর কিছুতেই আমার তেষ্টা মেটে না।
বিস্তারে রঙ এঁকে দিয়েছো অলকের ভাঁজে,পেয়ে যাই দুঃখ সম্মোহনের আয়েশি হেতু ।


আহা,যার ক্ষুদ্র সত্তা সর্বগ গ্রাস করে আমাকে
তার দেখা মেলেনা কোথাও।