**
একটা কবিতার মধ্যে কতটি তুমি লুকিয়ে থাকো আমার জানা নেই।


**
জীবিত অথবা মৃতদের মধ্যে নিজেকে, কোনটাই মনে হয় না ।
অখ্যাত কোন সত্তার তাগিদ আমি টের পাইনা ।


**
অভিশাপ প্রাপ্তির মত কিছুই করিনি আমি ।


**
যে বিস্তৃত প্রান্তরে তুমি নাই,তাকে আমি প্রেম বলে জানি ।


**
যখন এসব কিছুই থাকবে না
অনিমেষনেত্রে দেখে যাবে
কালিক  মৃত্যুগুলোর উচ্চাঙ্গ নৃত্য
বুকের সকল কাঁপুনি যার মূখ্য অর্গান  


জেনে নিও প্রিয়,
প্রেমিক হৃদয় একটু একটু করে শিখে ফেলেছে হন্তারকবিদ্যা।