**
রক্তক্ষরণ চলছে,অফবিটে এদিক ওদিক দোল খাচ্ছে সমস্ত নার্ভাস সিস্টেম।
তপ্তনর্তকী,এবারতুমি দর্শক বনে যাও।

**
এই যে নিসর্গের আস্তরণ ভেদ করে যাওয়া সুবিন্যস্ত আকাশপট, বেয়ে নেমে আসে এক অপ্সরী
দেখে,আমার বধির করবীপ্রান্তরে তার জন্যে একটি গোলাপও ফোটে নি ।

**
এখন যেমন,
বৈকাল  নদীতে বিভ্রম রচিতে বসি,
জল ও হাওয়া যে যার বয়ে যায়।

**
সীমানা পেরিয়ে সন্ধ্যে হয়ে নামতেই পারো,অথবা, রিদমবিহীন নৃত্যেও মত্ত হতে পারো,অথচ দ্বিতীয় বৈচিত্র্য থেকে তুমি সরে আসতে পারোনা কোনদিন ।