সংকোচে দাঁড়িয়ে ছিল সে মৃন্ময়ী
কে জানে কোথাকার যুবকের  বাগদানের প্রতীক্ষায়,
ঝাপসা শারীর আচলপৃষ্ঠ দিয়ে
কি যেন মুছে যায় অবিরত
সমস্ত দেহ তার বৃষ্টির সাথে
খেলা করছে
নিরন্তর ঢেউ উঠে চলেছে তার বিচলিত যমুনায়।
হঠাৎ কোত্থেকে এক যুবক এসে তাকে জড়িয়ে নিল তার বক্ষে,অফুরান আবেদনে।
শত রহস্যলোপের শৈল্পিক শিৎকার
যেন ব্যাধিঘোরে আক্রান্ত সকল চুম্বন
আজ এই ক্ষণে মৃত্যুও যেন তুচ্ছ
ভূমিষ্ঠ হয়ে যাওয়া এই প্রকাণ্ড দুটি দেহের অসমাপ্ত রোমন্থনে।