**
যে অপঘাত সহ্য করার শক্তি আমার ছিলনা,
প্রিয়,তুমি করেছো বলেই বুক পাতি।
**
দূরত্ব জানে, আমাদের মধ্যকার বিস্তৃতি


**
সহসা সে হায় কোন চিরচেনা মুখ
এসে বিদ্রুপ করে যায়।।


**
"অন্তরে ভালবাসা না থাকলে মুখে এমন গরল
উগরাইতো না "
রক্তাক্ত প্রান্তর। পড়েছো নিশ্চই?
অন্তরে কি লালন করে আছো জানিনা আলো,
তবে মুখে তোমার গরল উগরাইতে থাকে।


**
যদি ঈশ্বর সত্যি হোন
তবে তুমিই আমার......
বিদ্রোহ আর চুমুর এই সন্ধিঃক্ষণে
আমি আর দ্বিতীয় কিছুই দেখিনা ।


**
অথচ,এমন বর্ষিত শ্রাবণেও
তুমি কেমন ভার্জিন রিভারের মত আচরণ
করছো।


**
বালিকা,এই যে দেখো
আকাশে শ্রাবণ জমেছে
এখন বৃষ্টি হবে।