অহেতুক মৌনতায় ছড়ালে
আগানো অন্তিমত্তার অবিচ্ছেদ্য প্রস্থচ্ছেদ
এই অন্তিমে শেষ নয় সমাহার
আর ও বাকি আছে  জাগতিক উদ্ধরণ
প্রেয়সী
,
যাকে তুমি শেষ ভাবছো
এ শেষ নয়
তোমার আর আমার জীবনের
মন্বন্তর ঘটনার মধ্যয়ান্ত
কেবল  যবনিকা টানলেই
শেষ হয়ে যায়না সব

কারণ , যবনিকা কেবল ওপাশের চিত্রকে ধূসর
করতে পারে
শুধু মনে রেখো,
অরুণের ম্লানে আবার ধূসর রোমহর্ষে
আলোকিত হবে স্থাবর প্রেমবন্দনা  ।