অশ্বথে যে হিমডুকরি উঠছে কেঁপে
মাঘচন্দ্রের আধোবদনে ঝাপসা
আকাশের নীচে
হেলিছে কাশবন

সেদিন ই ছিল সংক্রান্তির আহাজারি
আতংকের বিষ্ময় মিশে
মেঘের অম্লান গর্জন

কল্পনার ছায়াপথে ঘুরপাকি আবার
সন্ধ্যার সঙ্গী হবার স্বেচ্ছায়
শত শতাব্দির জড়তা থেমে যায়নি
মিশে যাই কোন এক সীমানার আবরনে


মৃতশব্দে ভিজে যায়  কাব্য-কত-কল্পনা
কাহারে খুঁজি ঐ কাশবনের ছায়ায়
,জানিনা
অথচ নিশীথহারা থেমে থাকেনা
এই পাড়া গাঁয়ে দুপ্রহর গুনা
ফণিমনসার কাঁটায় খঞ্জনা
তবু ও স্তব্ধ প্রহরে
বেলা-অবেলায় দলিত হয়
নেবুর কুঞ্জবনে
ছল করে খঞ্জনা যত মেখে দিয়েছি
অদুরে, উড়ন্ত শালিকের পাখায়
শালিক সে যে বসিল গিয়ে
আমারি হরিতকির শাখায়...