একটা অস্ফুট স্বর হঠাৎ করেই বলে উঠলো,
কে তুমি হে, এমন স্পর্ধা তোমার?
এই মধ্য রাতে দ্বিতীয়ার সাথে কথা বলতে
চাইছো?
অমন চরিত্রহীন হলে কবে থেকে,
মরে যেতে পারোনা ? , মৃত্যুকে ভয় পাও?
যেমন অপ্রস্তুত ঈশ্বর ভয় পান উদ্ধত
কবিকে,
তার ছিড়ে যাওয়ার ভয় নিয়ে কি
ম্যান্ডোলীন হাতে এসেছিলে এখানে,
জানো না, এটা মৃত্যুকূপ।
ব্যর্থ তুমি,অথচ অবিনশ্বর ।


প্রেমিক হৃদয়ের গর্ব নিয়ে আমি এবং আমার
ছায়াগুলো পরস্পরের সন্ধিস্থলে ফিরে আসি।