শতদল প্রাচীন প্রাচ্য গাঁথা
কেবলি মমির সন্ন্যাস
অদূর কাহীনির ভোল
পাতালের নিতল কালো অন্ধকারে
মিশে যেতে যেতে উগরে উঠে
বুদবুদ হয়ে


কল্পতরুর ছায়া পড়েনি জীবনচিত্রে
কার্যত,আগাছাবীহিন ডালপালার সমাহার
তাই বলে কি সব অবসান ?
যেই দেখেছে সে ছেড়াপাল
আনুসাঙ্গিক অবযাতনার জংখার
মৃত্যু দেখেছে সে
অতঃপর
আজ অবধি প্রাচীন প্রাচ্য গাঁথা
কেবলি সহস্র মলিন
বহিঃগন্দিত্যের উপহাস।