তুমি যখন প্রেমশরীর নিয়ে সামনে আসো
অমন করে কিছুই ভাবতে পারিনা
কোন নিশ্চিত পরিণতি ছাড়াই
বোধে বিপ্লব ঘটে কায়িক চিরন্তনে ।
এরকমই হয়, শব্দপুঞ্জ অত্যন্ত কৃপণ
হয়ে যায় প্রাপ্তির শুন্যতায়
বিচলিত ঔরস্যে বেলকুনি বেয়ে নামতে থাকে
পারিজাত হিম
অম্লানে আমি শব্দপিপাসু, সাময়িক অক্ষরপতনে।


আর এভাবেই যখন প্রেমশরীর  নিয়ে সামনে আসো
অমন করে ভাবতে পারিনা কিছুই
তুমি চলে গেলেই লাইপোগ্রাফি
ফেটে পড়ে আপন  তেজে  ।