একটি পুরোনো পরিচিত প্রয়ানের মৃত্যুতে
আজকের ভোরবেলা হয়ে উঠেছে স্মৃতিময়
চোখ খুলেই মনে হল
অভ্যস্ত হাতে আঁকা কোন বিধ্বস্ত ঘরে শুয়ে আছি
জানো কি ? স্মৃতি চক্রে অংকুরিত ডুকরগুলো
প্রতিনিয়ত হয়ে উঠেছে কলা ময়
ধূসর আলোছায়ার বিলাপে ।


অম্লান আধারে মৌন হয়ে ভাবতে থাকি
আমাদের বাক্যলাপ গুলি হয়ত
নেরুদার কোন বিখ্যাত কবিতা হত
অথবা প্রনয়ের পরিণয় হত
পিকাসোর ক্যানভাসে তুলিময় কোন চিত্র
মৃত অতীতের সুরেলী সান্নিধ্যে আজ আমার
দীক্ষার কথা ছিল
দাপটে রঙা অস্থিরতা
গূঢ় রহস্যভেদ করে কেবল তোমার দিকে নিয়ে যাচ্ছে
আর আমি ? আমাকে ছেড়ে দূরত্ব মাপনে
ছন্দোবদ্ধ ভাবে ব্যস্ত হয়ে উঠি নিজে থেকে
এই ভোরবেলা, শিল্পমোহনায় ইথারে ভেসে চলেছে
একটা পরিচিত বিস্মৃতির মৃত্যুশোকে ।