যদি বসন্তের উত্তরী হাওয়া অনিয়তভাবে ঝাপটা মারে তোমাকে
তুমি কি শরীরের সমস্ত অক্ষর উন্মুখ করে রাখবে?নাকি, বসন্তকে বলবে নির্লজ্জ।
আম্রপালি যদি তোমায় তার সত্তার কথা এসে বলে, যদি বলে কোন পাখির জন্য তার পরাগায়ন হয়েছিল
তুমি কি উন্মাদীনি সূর্যের আলো হবে?
নাকি ধরে নিবে কেবলই এক ফালি নিকৃষ্ট মর্মইতিহাস।
এবার তোমার পালা,শিল্পকে শৈল্পিক করে তোলার।