আজ সমস্ত ভালবাসা অপ্রাসঙ্গিক
চৈত্রের রোদনধারা সব ধুয়ে নিয়ে গেছে,একাকার
একটা স্মৃতি থাকতে পারতো  -পালিত শব্দ,সেও উধাও।
বস্তুজগতের ভীড় থেকে তোমার মিহি কন্ঠে গাওয়া গান এখন আর কানে বাজে না,
জড়তার সাথে আর কতকাল থাকবে এই ভার্চুয়াল  মানুষগুলো
একটা কাভার মোড়ানো শূন্যতা থাকতে পারতো।


মৌলিক যাপনলিপি  থেকে দ্বিতীয় বিদ্যা শিখে নিতে নিতে,
একদিন বলবো,খুব করে বলবো
"ভালোবাসি"  "ভালোবাসি"
তারপর রাত্রিবাক্য শুষে নেবে
দুজনের মধ্যকার সমস্ত পঙক্তি ...