ছোট এ জীবন।
কখনও পথের ধারে বিঢ়াট বটের ছায়ায় দাড়িয়ে পড়া,
কখনও মহুয়ার সুবাসিত পথ ধরে চলতে থাকা।
কখনও প্লাবিত জলধির মত উচ্ছল চেতনায় জেগে উঠা,
কখনও কোন এক মিঠে পুকুরের জলের মত-
নিথর-নিশ্চল একরাশ নিরবতা পুঁজি করা,
কখনও আকাশের তারাদের দেখে হারানো পথ খুঁজে ফেরা।


কখনও বা গতিমন্থর মরনের পথে এগিয়ে যাওয়া-
পরাজিত সৈনিকের দীক্ষা নিয়ে,
কখনও কর্দমাক্ত পথের বুকে বেড়াজাল বিছিয়ে দেওয়া-
সত্য-মিথ্যার বিভেদ সয়ে।
কখনও অমৃতসম উচ্ছলতা প্রিয়জন সাথে নিয়ে,
কখনও বিষময় বদলে যাওয়া হারানোর ব্যথা সয়ে।
কখনও মেঠোপথে বৈরাগীর একতারায় সিক্ত সুপ্রত্যাশা,
কখনও সকল কামনা বিসর্জনে ব্রতী হয়ে-
ব্যর্থতার আশ্রমের নিবাসী হওয়া।


কখনও সাগরের প্রমত্তা ঢেউয়ে প্রিয়জন আঁকড়ে ধরা,
কখনও অজানা ঝড়ে দুজনার অজানায় হারিয়ে যাওয়া।
কখনও সুশোভিত শৈশবের হাতছানি মনে পড়া,
কখনও ঘোলাটে অতীতে নির্বাক তাকিয়ে থাকা।
কখনও এ জীবন-জীবনের পথে নিরন্তর ছুটে চলা,
কখনও ক্লান্ত পথিকের মত একটুখানি বিশ্রামে -
জীবনের গতিটা মন্থর হয়ে আসা।।