অদিতি,
রাত্রিটা আজ তোমার নামেতে লিখি
মুঠো ভরে থাক কাহিনীর গ্রীনকার্ড।
তুমি যদি হও 'ওডিসি'র নদীপথ
আমি হবো আজ মোহনার ইলিয়াড।।


মিছিলের পায়ে ক্লান্তি ঘুমিয়ে থাকে
হেঁটে চলে কতো প্রাপ্তির গৌরব।
আমি যদি হই বাস্তিল ভাঙা প্রেম
তুমি হয়ে থেকো ফরাসির বিপ্লব।


হাতের মুঠোতে অভাবের রঙতুলি
এঁকে গেছে কত গোপন ইস্তেহার।
তুমি যদি আজ বিশ্বযুদ্ধ হও
আমি হবো তবে এডলফ হিটলার।।


অদিতি,
তোমার নামেতে আকাশের চাঁদ রাখি
রাখা থাক যতো পূর্ণিমা প্রতিপদ।
পাই যদি শুধু ক্লিওপেট্রার প্রেম
হবো আমি আজ মিশরের নীলনদ।।