জোঁড়াসাঁকোর উঠোন ঘরে নূপুর আজও বাজে
এই তো এসে রবীন্দ্রনাথ আদর দিলো খুব।
জল ছুঁই ছুঁই মৃণালিনী, ঘোমটা টেনে রাখে  
কোপাই নদী, কাজল কালো চোখের কোণে চুপ!


চুপটি করে কাদম্বরী, জানলা খুলে রাখে
আকাশ দেখে, অপেক্ষাতে, জাগলো কতো রাত!
চমকে উঠে! শব্দ হঠাৎ! এই তো বুঝি এলো
গোপন আলোয়, হয়তো এসেই মুছবে অবসাদ।


মুছলো কথা, সব প্রিয়জন, স্তব্ধ চারিদিক!
মৃত্যুর কাছে উত্তর নেই, কে কার ভাঙলো বুক।
প্রশ্নটা শুধু, তোমায় আমায় জানলো কেমন করে
দেখেনি কখনো রবীন্দ্রনাথ, আমাদের সব মুখ!


এই তো সেদিন, কথার মিছিল, প্রথম মুখোমুখি
সহজ পাঠ আর কিশলয়ে ছুঁয়েই দিলো মন।
সব প্রেমিকার গন্ধে ফোটা একটা ভোরের রবি
মৃত্যুর মতো গভীর করেছে শান্তির নিকেতন।