রাতের পূজারী হয়েছ গো তুমি
মাদুর পেতেছ রাতে,
ফুলগুলো সব সাজিয়ে দিয়েছ
আঁধারের দুটি হাতে।


আলোর বৃষ্টি ঝরে না এখন
আসে না রৌদ্র ঘরে,
আর কতকাল কাটাবে জীবন
মিথ্যে অহংকারে!


বর্ণমালাতে লুকিয়েছে মুখ
শব্দ বর্ণ ধ্বনি,
সন্ধি সমাসে রৌদ্র খুঁজেছে
ব্যাকরণ ব্যালকনি।