কিছু কথা অপলক, কবিতার খাতা
মাদুর বিছিয়ে রাখে তুলনার হাসি।
সব হারালেও খুঁজি বেহায়ার মতো
ঘামের গন্ধ মাখা ভালোবাসা-বাসি।  


কপালের কালো টিপে পৃথিবীর দেখা
হারিয়েছি দৃষ্টিতে কতদিন আগে!
জানবে না, তুমি ঠিক শিশিরের মতো
ফড়িঙের দুটি চোখে কি দারুণ লাগে!


রোদেলা শাড়ির ভোর, খোঁপার ওই চুলে
সাদা ফুল আলো ফুল ভালো থেক তুমি।
লিপিস্টিকের ঘ্রাণে জেগে থাকা ঠোঁটে
শিলালিপি ভেঙে কাঁদে সব মরুভূমি।