ভালো থেক প্রিয় মেঘের ওপারে তুমি
ডাকাডাকি হবে, ভাঙবে না তবু ঘুম!
কত পাখি এসে ডেকে যাবে ভোরবেলা
ফাঁকা হয়ে যাবে ঋজুদার ক্লাসরুম।


ভ্রমনের পথে হবে না কখনো হাঁটা
স্মৃতির শহরে কাটবে বছর মাস,
কেউ এসে আর ডাকবে না ঋজুদাকে -
পাশে এসে বোস, লিখবো উপন্যাস।


হারিয়েছ প্রিয়, হারাও নি তবু তুমি
আজও ডাকে কত অচেনা পথের বাঁক,
কলমের দাগে মৃত্যু থাকে না কভু
মৃত্যুর ঘরে দেহটাই শুধু থাক।


বসন্ত আজ হলুদ হয়েছে দেখো
সাহিত্য চোখে কান্নার কতো সুর!
জেগে থাক স্মৃতি উপন্যাসের মেঘে
শূন্যতা, তুমি দিয়ে যেও রোদ্দুর।