নিকোটিনে মাখামাখি হৃদপিন্ডেরা
বাতিল হওয়া পাঁচশো বা হাজারের নোট।
নাবালিকা গল্পেরা সাবালিকা হলে
ছেঁড়া চিঠি চিনে নেয় পায়রার ঠোঁট।


গরমিল অঙ্কেতে মানুষেরা থাকে
নাহ! ভাগশেষে থাকতে বা কার মন চায়!
হেঁটে হেঁটে সারারাত ধূলো পথে পথে
স্মৃতিটুকু ফেলে যাওয়া পাড়ায় পাড়ায়।


ধোঁয়াদের পিছুটান, যুবতী অসুখ
কালো হয়, আলো হয় খড়ে বোনা চাল।
বেহায়া প্রলাপ আর গল্পের কথা
আড়ি পেতে শোনে সব ঘরের দেয়াল।