ও দিদি ও দিদিভাই রক্ষা করো প্রাণ
চাই না আর মা-মাটি-মানুষের গান।
কেন তুমি ধর্মহারা কিসের ভন্ডামী?
সস্তা চটি সাদা থানে তুমি অন্তর্যামী!
পায়ের ভৃত্য তোমার বঙ্গ প্রশাসন,
দিল্লি গিয়ে বৃথা তর্ক, বৃথা অনশন।
বঙ্গ মায়ের রক্ত নিয়ে খেলেছ হোলি
নয়ন জলে নিঃস্ব লক্ষ কোটি বাঙালি।
পায়ের তলেতে আজ নেতাজি সুভাষ
উর্ধ্বে তুমি,তোমার ওই ছোট ফুল ঘাস।
দেশি মদে মৃত্যু হলেই দেড় লক্ষ এলো
জওয়ানদের পরিবার বা কতই টাকা পেল!
শিক্ষা নিয়ে অবহেলার নেই কোনো শেষ
কি হবে তোমার হাতে যায় যদি দেশ!  
দিদি গো পুঁতো না আর বৃষবৃক্ষ বীজ
আর কত প্রমানিবে তুমি ভন্ড নীচ!
মাতৃবক্ষ মঞ্চ ভেবে করো অভিনয়  
নিজ স্বার্থে করো দিদি অধর্মের জয়।