থমকে গেছি তোমার কাছে
আমার শরৎ বেলা।
সাদা মেঘেই বন্দি এখন
দারুণ অবহেলা।


ফুল চেয়েছি কূল চেয়েছি
চাইবো আবার কি!
ও গেঁয়ো পথ, তোমার ছিলাম
তোমার হয়েছি।


একটু যদি বৃষ্টি আবার
ঝম্ ঝম্ ঝম্ ঝরে।
ভেজার নেশায় দিন-দুপুরে
মনটা কেমন করে।


মনের ঘরে থেকো শরৎ
চোখের ঘরে থেকো।
ভীষণ জ্বরে থমকে গেলে
একটু খবর রেখো।


খবর নিও হঠাৎ যদি
পথ ভুলে যাই পথে!
পথের মাদুর পাতবো তখন
তোমার মতামতে।


এসো শরৎ, পথিক পথিক
ছোট্ট ঘাসের বাড়ি।
প্যারাসিটামল আদর দিও
নইলে ছাড়াছাড়ি।