দিবার আলোক যতনে লুকায় সাঁজাল ধোঁয়ার মাঝে,
সন্ধ্যাতারা যে উঁকি ঝুঁকি দেয় আলতো আঁধার সাঁঝে।
একা বসে আছি উঠোনের মাঝে স্বপ্নের দোলা লাগে,
হৃদয় জুড়ে যে বাঁকা হাসি ভরা মেয়েটার কথা জাগে।
বলাকার দল সব ফিরে গেল ফেরে নাই প্রিয়া ঘরে,
কি জানি কোথায় আছ তুমি প্রিয়া কোন পথে কত দূরে!
আধফালি চাঁদ উঁকি দিয়ে যায় পুব আকাশের বুকে,
সুখের আলোরা হারিয়ে যে গেছে সন্ধ্যে নামার মুখে।
জোনাকিরা সব জ্বলে আর নেভে তমালের শাখে শাখে,
তারাদের পানে চেয়ে থেকে মন তার মুখছবি আঁকে।
কোন পথে মেয়ে হেঁটেছে আমায় মরুপথে রেখে একা,
এই জনমেতে পাব কী গো আমি সেই মেয়েটার দেখা!
রাত বেড়ে যায় জেগে থাকি একা নিরব প্রহর গণি,
দু চোখের জলে মন খেলাঘরে স্বপ্নের জাল বুনি।
স্বপ্নের ঘোর উড়ে যায় দূরে চেনা নিক্কন বাজে,
প্রিয়া বুঝি ওই ফিরে এল ঘরে রাজকন্যের সাজে।
চেয়ে দেখি আমি পশ্চিমে চাঁদ জোনাকিরা নেভে জ্বলে,
কেউ আসে নাই চারিদিকে শুধু নিরবতা কথা বলে।  
চোখের নদীতে জোয়ারের টান জল থই থই করে,
বলাকার দল সব ফিরে গেছে ফেরে নাই প্রিয়া ঘরে।


রচনা : ১৭/১০/২০১৩