(১)
রাজনীতির মুখোশ গল্প তো সবারই জানা
তবুও মানুষ গল্পের পৃষ্ঠা হতে চায়।
আসলে মুখের মরন স্বার্থকে গর্ভবতী করে।


(২)
বিরহের সাথে বিরোধ করতে নেই।
তবে বিরোধীহীন গনতন্ত্র
একটা আর্যভট্টের শূন্যমাত্র।


(৩)
আদতের সাথে আপোষ করা ভালো।
কিছু সময় স্বপ্ন মরলেও
স্বপ্নের মানুষটা বেঁচে থাকে নিশ্চিন্তে।


(৪)
অভাবের আসলে কোনো শত্রু নেই।
তবে শত্রুর অভাব হত্যা করে
অনেক আলেকজান্ডারকে।