হাসু এবার নেবেই পুজোয় নতুন জামা জুতো,
তলের গেঞ্জি হবে এবার টেরিকটের সুতো।
রোজগার নেই করেছে বিয়ে বৌয়ের গুঁতো খায়,
এবার রাগের ভান করে সে শ্বশুরের কাছে যায়।
মুরোদ তো নেই বৌ ছেলেকে কিনে দেবার কিছু,
তাই তো এবার নিয়েছে হাসু প্রিয় শ্বশুরের পিছু।
টাকা চাইতেই হাসুর শ্বশুর দিল একশ টাকা,
বৌয়ের একটা ব্লাউজ কিনতেই পকেই হল ফাঁকা।
ব্লাউজ হাতে রাত দশটায় হাসু এলো বাড়ি,
ভাবলো হাসু ভালো হতো কিনত যদি শাড়ি।
সকালে এবার খেতে হবে বৌয়ের হাতের গুঁতো,
কিংবা আবার নতুন করে ঝাঁটা কিংবা জুতো।
বিয়ের সময় পাওয়া সেই ধুতি জামা পরে,
হাসু এবার দেখবে পুজো বৌয়ের হাতটি ধরে।
চোখেতে ঘুম, স্বপ্নে দেখে- হিরে-চুনি-পান্না,
সকালে বৌয়ের ঝাঁটা খেয়ে হাসুর প্রভাতী কান্না ।


(মজার কবিতা)
-(17/10/2012)