হাসু গেল শ্বশুর বাড়ি রেলগাড়িতে চড়ে,
আনতে হবে বউমনিকে এবার নিজের ঘরে।
ঘরেতে নেই টুকটুকি বউ,কেও ডাকে না খেতে,
জড়িয়ে তারে না ধরলে ঘুম আসে না রাতে।
নিয়েছে হাসু আস্ত পোঁটলা একটা মিষ্টি হাঁড়ি,
নইলে লোকে বলবে না তো-যাচ্ছে শ্বশুরবাড়ি!
এমন ভাবে যাচ্ছে হাসু সাহেবি টুপি পরে,
দেখেই তারে রাস্তার লোক সরে পাঁচ হাত দূরে।
সান গ্লাসটা পরেছে হাসু লাগছে হীরো হীরো,
বউয়ের একটা শাড়ী কিনেই হয়েছে পকেট জিরো।
পৌঁছে গিয়ে শ্বশুরবাড়ি হাতটি বউয়ের ধরে,
আজই ফিরে যেতে হবে তোমার শ্বশুর ঘরে।
শাশুড়ি বলে-কীসের তাড়া, এই তো এলে সবে,
এইবেলাটা থেকেই না হয় বিকেলে ফিরে যাবে।
শুনেই হাসু জুড়ে চিৎকার রাগে গরগর করে,
এ যে অপমান!ঘোর অপমান-ফিরে চল হাসু ঘরে।
চিৎকার করে সারা রাস্তায় ফিরে আসে হাসু ঘরে,
আসছে না ঘুম বউকে ছাড়া এই রাত্রির পরে।
সকালে উঠেই ভাবে আবার যাবে শ্বশুর বাড়ি,
এবার হয়তো খেতেও পারে বউয়ের ঝাঁটা বারি ।


-(21/03/2013)


কিছু কথা :
আজ একটু ভিন্ন স্বাদের মজার কবিতা প্রকাশ করলাম । এর আগেও এখানে আমি হাসু চরিত্রকে কেন্দ্র করে দুটো কবিতা প্রকাশ করেছি - 'বিয়ে পাগলা হাসু ' আর 'হাসুর কান্না' । এই কবিতার সাথে আগের দুটো কবিতা পড়ার অনুরোধ রইল ।


My Fb Page :


http://www.facebook.com/sudiptantubaynil