১৩ ই এপ্রিল ভুলবো কি করে
কখনো কি ভোলা যায়!
হাজার মানুষ দিয়েছিল প্রান
জালিয়ানওয়ালায়।


স্বরাজের সুরে বেঁধেছিল এক
বিদ্রোহ সমাবেশ,
নির্মম ভাবে চলেছিল গুলি
ডায়ারের নির্দেশ।


গনহত্যায় সারা দেশ জুড়ে
অস্থির প্রতিবাদ,
রবীন্দ্রনাথ ফিরিয়ে দিলেন
নাইটহুড খেতাব।


রক্তযুদ্ধ ভেঙে দিলো শেষে
পরাধীনতার দাগ,
ভুলিনি কেউ এই হত্যাকাণ্ড
জালিয়ানওয়ালাবাগ।