কবিতার খাতা ছুঁড়ে ফেলে দিও তুমি
কবিতায় নাকি কান্নারা শুধু ঝরে!
তুমি থাকো যদি বুকের এই বাম পাশে
নিকোটিন থাক কবিতার অক্ষরে।।


কলমের কালি চোখের কাজলে থাকে
ছেঁড়া শাড়ি আজও আলনায় তুলে রাখা।
স্তনের বৃন্ত কাঁদে ডায়েরির ভাঁজে
ঋতুর রক্তে কবিতারা হোক লেখা।।


নির্বাসনের কবিতারা এলে ফিরে
ঈশ্বরী তুমি দিও না গো কভু আড়ি।
কলমের কালি হঠাত্ ফুরিয়ে গেলে
জীবনানন্দও ফিরবে না কভু বাড়ি।।


নরম নাভীতে নষ্ট হয়েছে নদী
অন্তর্বাসে ঘুমিয়েছে কতো কথা।
কবিতার চোখে মৃত্যু ঘনালে দেখি -
জেগে নেই কোনো পৃথিবীর বনলতা।।