একটা সময় মানুষ ভালো থাকতে শিখে যায়,
শেখাতে হয় না।
একটা শিশুকে বোঝাতে হয় না স্তনের মূল্য
পিপীলিকাকে শোনাতে হয় না একতার গল্প
শুঁয়োপোকাকেও বলতে হয় না তুমি প্রজাপতি হও।


এ সবই সহজাত, পূর্ব লিখিত চিঠির মতো।


বংশগত ভালোবাসা বা পরিস্থিতির শীতলপাটিতে
সবাইকে বসতে হয় একদিন।
শৃঙ্খল ছিঁড়তে হয় না, সময়ের সাথে ছিঁড়ে যায়।
যার ধৈর্য নেই, সে হেরে গেছে!
নিঝুম জ্যোৎস্নাও তাকে ভালোবাসে না।


তাই রাগ নয়, ইগো নয়। ধৈর্য... সামনেই নতুন সকাল।