আমায় তুমি পেয়েছ গো মা গর্ভসাগর তীরে,
আঁধারেই কথা দিয়েছি তোমাকে থাকবো তোমায় ঘিরে।
দশমাস তুমি প্রহর গুনেছ জঠর বেদনা নিয়ে,
একদিন তুমি দেখালে যে আলো স্নেহের ছত্র দিয়ে।
আঁতুরের ঘরে স্নেহ চুম্বন দিয়েছিলে এই মুখে,
সেইথেকে তুমি মায়ার বাঁধনে আগলে রেখেছ বুকে।
কুড়িটা বছর হেঁটে গেছে পথে বড়ো হয়ে গেছি আমি,
দিনের শেষেতে আজও খুঁজি মাগো তোমার চরণ ভূমি।
এ জীবনটুকু তোমারই তো দান তাইতো তোমায় ছাড়া-
এ ভুবনখানি ভুবনেই নয় নষ্ট বসুন্ধরা!
যতবারই আসি এ ধরায় যেন তোমারই গর্ভ পাই,
তোমারই আঁচল বিনা গো জননী কোথাও শান্তি নাই।
জননী গো তুমি আমার পৃথিবী আমার কান্না হাসি,
শেষ লিখনেও লিখব যে মাগো তোমাকেই ভালোবাসি।