কতগুলো মাস কেটে কেটে যায়
এপ্রিল- মে- জুন,
কাটে নি এখনও ভারতের বুকে
অবাধ লকডাউন!


একটা জীবাণু পৃথিবীর বুকে
নামালো সর্বনাশ!
চারিদিকে শুধু কাফনেতে মোড়া
শত সহস্র লাশ!


এমন দিন তো চাই নি কখনো
হয়ে গেছে কিছু ভুল!
কেউ তো জানে না ফুটবে কখন
মৃত্যুর কালো ফুল!


ভুলের মাশুল দিচ্ছি আমরা
ভয়ে ভয়ে দিন যায়!
জীবাণুতে ভরা পৃথিবীটা দেখো
আজ কত অসহায়!